IQNA

পশ্চিমারা ইসলামী বিচারের ভয় পায়

18:20 - January 11, 2010
সংবাদ: 1871702
ইরানের বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বিশ্বাস করেন, পশ্চিমারা তাদের লক্ষ্য হাসিলের ক্ষেত্রে ইসলামী বিচার ব্যবস্থাকে বড় বাধা মনে করে।
হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আলী আল-হোসাইনী কায়েম মাকাম তাবরিজি ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে বলেন, এ জন্যই পশ্চিমারা ইসলামফোবিয়া প্রবণতা গ্রহণ করেছে এবং ইসলামের উন্নয়নের বিরুদ্ধে তারা দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে।
তিনি পশ্চিমা শাসকগোষ্ঠির সমালোচনা করে বলেন, গণতন্ত্রের নামে তারা সারা বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা এক ধরনের ঔপনিবেশিক রাজনৈতিক ব্যবস্থা অনুসরণ করে এবং এর মধ্যে কোন ধরনের নীতি-নৈতিকতা নেই বলেও মাকাম তাবরিজি মন্তব্য করেন।বৃটেন থেকে ভাষা তত্ত্বের ওপর গ্রাজুয়েশন করা মাকাম তাবরিজি আরো বলেন, পশ্চিমারা তাদের অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের অপব্যবহার করছে এবং আনত্মর্জাতিক সমসত্ম ন্যায়-নীতি উপেক্ষা করছে। মাকাম তাবরিজি বর্তমানে ইরানের আরাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।# 519180
captcha