IQNA

‘বিশ্বের দৃষ্টিতে ইসলামি ফেকাহ’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত

23:59 - January 21, 2011
সংবাদ: 2068195
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (ISESCO) এর উদ্যোগে ‘বিশ্বের দৃষ্টিতে ইসলামি ফেকাহ’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
Isesco এর ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মূল গ্রন্থটি ইংরেজি ভাষায় ২১৭ পৃষ্ঠায় শ্রীলংকার সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ক্রিস্টোফার উইরামানট্রি কর্তৃক রচিত হয়েছে।
আহমাদ আলাভি এ গ্রন্থটি অনুবাদ করেছেন এবং আইসেসকো’র প্রেসিডেন্ট আব্দুল আযিয উসমান আত-তুওয়াইজিরী এ গ্রন্থের ভূমিকা লিখেছেন করেছেন।# 734244
captcha