IQNA

জার্মানীতে মহানবী (স.) এর প্রতি অবমাননাকর বই প্রকাশিত

23:56 - November 11, 2011
সংবাদ: 2220633
আন্তর্জাতিক বিভাগ : জার্মানীতে মহানবী (স.) এর প্রতি অবমাননাকর বই প্রকাশ এদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে।
Atlasinfo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফরাসী এক পত্রিকা কর্তৃক মহানবী (স.) এর প্রতি অবমাননার পর এবার জার্মানীতে মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর অবমাননায় বই প্রকাশ করেছে ‘জাহিদ খান’ নামক এক ব্যক্তি। এ অবমাননাকর পদক্ষেপে জার্মানী’র মুসলিম জনগণ ক্ষুব্ধ।
এ বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, এমনকি এ বইয়ের লেখকের নামও সঠিক কিনা সে বিষয়েও সন্দেহ রয়েছে। এ বইতে মহানবী (স.) এর প্রতি অবমাননা করা হয়েছে এবং কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধসমূহকে অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে।
জার্মানী’র মুসলমানরা গোপনে প্রকাশিত এ বইয়ের বিষয়ে অবগত হওয়ার পর এদেশের বিভিন্ন শহরে সমবেত হয়ে মুসলমানদের প্রতি অবমাননাকর বই প্রকাশ ও প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছে।
উল্লেখ্য, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, এদেশের আইন বিষয়ক কর্মকর্তারা এ বিষয়টির উপর তদন্ত অব্যাহত রেখেছে এবং তারা ঐ বইয়ের লেখক ও ছাপানোর স্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।#896472
captcha