IQNA

দামেস্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ

23:36 - February 22, 2013
সংবাদ: 2500610
আন্তর্জাতিক বিভাগ : লেবাননের হিজবুল্লাহ বাহিনী কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানানো হয়েছে।
আল-মানার চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ এ বিবৃতিতে ঘোষণা করেছে যে, সিরিয়ায় তত্পর সন্ত্রাসীরা এদেশের নিরীহ জনতা, স্কুল থেকে প্রত্যাবর্তনরত ছাত্র এবং নারী ও শিশুদেরকে হত্যা করতে কোন সুযোগই হাতছাড়া করে না, আর এ হত্যাকাণ্ডের পরিণতির বিষয়ে তারা কোন কিছুই ভাবে না।
বিবৃতিতে বলা হয়েছে যে, এ বিস্ফোরণের সাথে জড়িত এবং এর পেছনে আর্থিক সহায়তা দানকারী সকলের প্রতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, সন্ত্রাসীদের এ ধরণের পদ্ধতির অবলম্বন করা ধর্ম ও নৈতিকতার পরিপন্থী, আর এ ধরণের পদ্ধতির জন্ম দিয়েছে বিশ্বের সন্ত্রাসী গোয়েন্দারা –যারা ইসলামের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখে এ সকল অপরাধকর্ম করে-, অথচ স্বয়ং ইসলাম ধর্মই এ ধরণের পদক্ষেপের প্রতি সমর্থন জানায় না।
উল্লেখ্য, গতকাল রাজধানী দামেস্কের ‘আল-মাযরায়াহ’ অঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৩ জন নিহত ও শত শত লোক আহত হয়েছে। এদিকে গতকাল সিরিয়ায় অবস্থিত রাশিয়া দূতাবাসের নিকটেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।#1192879
captcha