IQNA

ফিলিস্তিনে ইলেকট্রনিক কোরআন বিতরণ

17:24 - March 14, 2013
সংবাদ: 2511226
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনি ‘আলওয়ায়াম’ এসোসিয়েশনের পক্ষ থেকে এদেশর অনাথ শিশুদের মধ্যে ইলেকট্রনিক কোরআন বিতরণ করা হয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইলেকট্রনিক এই পবিত্র কোরআন শরীফ গুলো জর্ডানের হাই কোটের সহযোগিতায় ফিলিস্তিনি অনাথ শিশুদের মধ্যে বিতরণ করা হয়েছে।

‘আলওয়ায়াম’ এসোসিয়েশনের প্রধান মোহাম্মাদ আবু মারয়ী বলেছেন, ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তির মাধ্যমে ফিলিস্তিনি অনাথ শিশুদের সহ অন্যান্য অংশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মোহাম্মাদ আবু মারয়ী আরও বলেছেন, ১৩ই মার্চে ফিলিস্তিনি ২০০ অনাথ শিশুর মধ্যে অডিও ইলেকট্রনিক কোরআন বিতরণ করা হয়েছে এবং খুব শীঘ্রই এদেশের অন্যান্য শিশুর মধ্যে এই পবিত্র কোরআন বিতরণ করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি অনাথ শিশুরা পবিত্র কোরআন বিতরণের এই পরিকল্পনার জন্য দাতব্য প্রতিষ্ঠান ‘আলওয়ায়াম’ এসোসিয়েশনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছে।
1203944
captcha