IQNA

তাতারেস্থানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা

17:27 - March 27, 2013
সংবাদ: 2513617
কুরআনিক কার্যক্রম বিভাগ: তাতারেস্থানের আলমাতিফাসাক শহরের জামে মসজিদে ধর্মীয় প্রশাসনের পক্ষ থেকে এদেশের যুবক এবং নবযুবকদের জন্য কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রতিযোগিতা আলমাতিফাসাক শহরের জামে মসজিদ কমিটি, ‘ফাখরুদ্দীন অভা’ মাদ্রাসা এবং ধর্মীয় প্রশাসনের সহযোগিতায় ২৩শে মার্চে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় ১৫ বছরের নীচে ছেলে মেয়েরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং হেফজ প্রতিযোগিতায় একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছে।

প্রতিযোগিতার বিচারকমণ্ডলী বয়স অনুযায়ী উত্তীর্ণদের নির্ধারণ করেছেন এবং ৭ থেক ৯ বছরের মধ্যে ইসলাম নাসির ওফ, ১০ থেকে ১২ বছরের মধ্যে খাদিজা বানু হামিদ অভা ও আহমেদ মীর স্যায়েদ ওফ এবং ১৩ থেকে ১৫ বছরের মধ্যে অসিয়া মাফলুহ অভা ও আব্দুল্লাহ হাদী ওফ’কে বিজয়ী হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও এই প্রতিযোগিতার শেষে আলমাতিফাসাক শহরের জামে মসজিদের ইমাম ও খতিব রফিক মুহাম্মাদ মাদশিন এবং শহরের মেয়র আলয়িস সালেহ ওফ তাদের মূল্যবান বক্তৃতায় যুবক বয়সে কুরআন শিক্ষার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন।
1206297
captcha