IQNA

রমজান মাসে অভাবগ্রস্তদের খাদ্য দেবে কানাডিয়ান মুসলমানেরা

19:51 - July 07, 2013
সংবাদ: 2557789
আন্তর্জাতিক বিভাগ: কানাডিয়ান মুসলমানেরা পবিত্র রমজান মাসে এদেশের টরেন্টো শহরের দরিদ্র এবং অভাবগ্রস্তদের মধ্যে খাদ্য বিতরণ করবে।
‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কানাডিয়ান মুসলমানেরা এক প্রচারাভিযান সংগঠনের মাধ্যমে আমেরিকার উত্তরাঞ্চলে অভাবগ্রস্তদের মাঝে ৯ই জুলাই থেকে পবিত্র রমজান মাসে শেষ পর্যন্ত সাহায্য প্রদান করবে।

এই প্রচারাভিযানের প্রতিষ্ঠাতা জিয়া মিয়া জানিয়েছেন, টরেন্টো শহরের সকল অভাবগ্রস্ত ব্যক্তি মহোদয় পবিত্র রমজান মাসে তাদের পরিবারের খাদ্য সামগ্রী এই প্রচারাভিযান সংস্থার খাদ্য ব্যাংকের কাছ থেকে গ্রহণ করবে।

তিনি আরও বলেন, এই সংস্থাটি ২০১২ সালে সামাজিক সংহতি নীতির উপর ভিত্তি করে সংগঠিত হয়েছে।

জিয়া মিয়া বলেন, ‘Give 30’ নামক এই প্রচারাভিযানের নিকট টরেন্টো শহরের অভাবগ্রস্ত মুসলমান এবং অমুসলমানেরা আহ্বান করেছে তদেরকে যেন প্রতিদিন এক ডলার অর্থাৎ মাসে ত্রিশ ডলার দেওয়া হয়।

কানাডার খাদ্য ব্যাংকের ১৭০ টি এজেন্ট প্রতিমাসে প্রায় ৬৬ হাজার গরীব অসহায়দের খাদ্য বিতরণ করে।

কানাডার ৩.২ শতাংশ অধিবাসী মুসলমান এবং বিগত দশ বছরে এদেশে মুসলমানের সংখ্যা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালের জরিপ অনুযায়ী এদেশে মুসলমানের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ছিল এবং ২০১১ সালের জরিপ অনুযায়ী মুসলমানদের সংখ্যা ১০ লাখের অধিক দাড়িয়েছে।
1253243

captcha