IQNA

শিয়াদের একমাত্র পাক্ষিক পত্রিকা ফজর প্রকাশিত

23:12 - October 05, 2013
সংবাদ: 2599713
আন্তর্জাতিক বিভাগ : পাক্ষিক ফজরের ১৭তম বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ৮ পৃষ্ঠায় প্রকাশিত ফজরের এবারের সংখ্যায় যে সকল লেখা স্থান পেয়েছে : আরাফাতের ময়দানে হজ্বের সম্মেলন থেকে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের সম্পর্কোচ্ছেদের কর্মসূচী আসতে হবে (সম্পাদকীয়), হজ্ব একটি প্রশিক্ষণমূলক কর্মশালা : রাহবার, ইসলামে কুরবাণীর উদ্দেশ্য ও সার্থকতা, নতুন যুগের স্রষ্টা ইমাম খোমেনী (রহ.), শিয়া মুসলমানরা কেন হযরত আলী (আ.) কে নিয়ে বেশি আলোচনা করে? এবং মাসলা মাসায়েল ; খুমস ইত্যাদি উল্লেখযোগ্য।
এছাড়া ইতিহাসের পাতা থেকে হযরত আলী (আ.) এর বিচারকার্য, নৈতিকতা, ধর্ম ও জীবন : ১০ পর্ব, মুসলিম সমাজে স্বামী-স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত ; ৪র্থ পর্ব, শাশ্বত কোরআনের কাহিনী ; হযরত ঈসা ও হযরত মরিয়ম (আ.), ইসলামের অনন্য মহানায়ক ইমাম রেজা (আ.), ইয়াজিদ টয়লেটে মাতাল অবস্থায় মারা যায় এবং ‘সৌদি আরব’ নামের উত্স ও ইসরাইল গঠনে সৌদের ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে।#1298185
captcha