IQNA

ওবামার মসজিদ ভ্রমণের সমালোচনা করল ট্রাম্প

22:39 - February 06, 2016
5
সংবাদ: 2600239
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদ পরিদর্শনের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা ইকনা: আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে বলেন, তার এই কাজটা করা ঠিক হয় নি।
যদিও ট্রাম্প ফ্লোরেন্স ধর্মীয় প্রচারণার উপর তার দৃষ্টি নিবদ্ধ করেছেন। তার পরও তিনি ইসলামী বিরোধী মানসিকতা থেকে বের হতে পারছেন না।
ইতি পূর্বে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকাতে মুসলমানদের প্রবেশ বন্ধ করতে হবে। তার ঐ বক্তব্য নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছিল।
এবার তিনি তার ইসলামী বিদ্বেষী মনোভাব প্রকাশ করলেন মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে।
তিনি বলেন: মুসলমানরা আমাদের দেশে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে আর ওবামা কিনা তাদের মসজিদে গিয়ে তাদের কাছে ক্ষমা চাচ্ছে।#
iqna
প্রকাশিত: 5
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
pfaagvin
0
0
20
lwmexrto
0
0
20
lwmexrto
0
0
20
nqnqbidf
0
0
20
kmlaawwr
0
0
20
captcha