IQNA

ইসলাম ও খ্রিষ্টান ধর্মের মাঝে সম্পর্ক বিষয়ক সম্মেলন

19:04 - May 12, 2016
4
সংবাদ: 2600765
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ও খ্রিষ্টান ধর্মের মাঝে সম্পর্ক বিষয়ক বিশেষ সম্মেলন আগামী ১৪ মে শনিবার একদিন ব্যাপী যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফ বিশ্ববিদ্যালয়ের ক্যাথোলিক গীর্জায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Buffalo news এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মুসলিম উইমেন এসোসিয়েশনে’র সাবেক প্রধান শাহনাজ ভাট এ সম্পর্কে জানিয়েছেন, অনেকেই জানে না যে, পবিত্র কুরআনে হযরত মরিয়মের কথা উল্লিখিত হয়েছে, এমনকি তাঁর নামে একটি সূরাও রয়েছে।

তিনি বলেন: যখন সাধারণ জনগণের সামনে এটা স্পষ্ট হয় যে, ইসলাম ধর্মে হযরত মারিয়াম (আ.) এবং তাঁর পুত্র হযরত ঈসা (আ.) কি মর্যাদার অধিকারী তখন তারা বুঝতে পারে, ইসলামের বিষয়ে যা কিছু মানুষ ধারণা করে তা সঠিক নয় এবং অন্য ধর্মের সাথে ইসলামের কোন শত্রুতা নেই।

যুক্তরাষ্ট্রের বাফেলো শহরে আয়োজিত এ সম্মেলনে মুসলিম ও খ্রিষ্টান নেতারা দুই ধর্মের যৌথ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।#3497319

প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
ssklxrxs
0
0
20
aoqvwhrl
0
0
20
xyfxmlgi
0
0
20
wcysdrpp
0
0
20
captcha