IQNA

ইসলামকে স্বীকৃতি দানের বিরোধী সুইজার‌ল্যান্ডের জনগণ

4:50 - November 09, 2016
সংবাদ: 2601914
আন্তর্জাতিক ডেস্ক: সুইজার‌ল্যান্ডের দুই তৃতীয়াংশ জনগণ, সুইডেনে ইসলাম ধর্মকে স্বীকৃতি দানের বিরোধী। সম্প্রতি এক জরিপের ফলাফল এমনটাই বলছে।

Swissinfo সংবাদ বিষয়ক ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ‘তামদিয়া’ নামক একটি সংস্থা কর্তৃক পরিচালিত জরিপের ফলাফলে এটা স্পষ্ট হয়েছে যে, সুইজারল্যান্ডের শতকরা ৬০ ভাগ জনগণ বিশ্বাস করে যে, ইসলাম ধর্মের কোন স্থান এ দেশে নেই এবং তারা সকলেই এদেশে ইসলাম ধর্মকে স্বীকৃতি দানের বিরোধী।

সুইডেনের সোশ্যাল ডেমোক্রাটিক পার্টির নেতা ‘ক্রিস্টিয়ান লিবরাট’ কয়েক সপ্তাহ আগে সুইডেনে ইসলাম ধর্মের স্থানের বিষয়টি পর্যালোচনার আহবান জানিয়ে বলেছিলেন: স্বীকৃত ধর্ম হিসেবে ইসলাম ধর্মকে গ্রহণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যাতে তাদের ধর্মীয় প্রশিক্ষকদের শিক্ষার খরচ ও আর্থিক সহযোগিতা তারা বিদেশী ও উগ্রতাবাদী সংগঠনগুলোর কাছ থেকে না নেয় এবং স্বয়ং সরকার এর দায়িত্বভার গ্রহণ করে।

নির্দিষ্ট গণ্ডি ও সীমাবদ্ধতা নির্ণয়ের মাধ্যমে সুইজার‌ল্যান্ডের জন্য বিশেষ ইসলাম ধর্ম নির্ধারণ করা যায় কিনা -এ প্রশ্ন তুলে তিনি বলেন: ‘এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে হবে’। সুইজারল্যান্ডের ফেডারেল আইন অনুসারে ইসলাম ধর্মকে স্বীকৃতি দানের বিষয়টি দেশের প্রাদেশিক সরকারগুলোর উপর নির্ভরশীল।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম, সু্ইডেনের দ্বিতীয় সর্ববৃহত ধর্ম হিসেবে বিবেচিত। এদেশের মোট জনসংখ্যার শতকরা ৪ ভাগ মুসলমান।#3544303


captcha