IQNA

সৌদি স্টক এক্সচেঞ্জে প্রথমবারের মতো নারী চেয়ারপারসন

20:10 - February 19, 2017
সংবাদ: 2602566
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পুঁজিবাজারে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছেন এক নারী সদস্য। ন্যাশনাল কর্মাশিয়াল ব্যাংকের প্রধান নির্বাহী সারাহ আল সোয়াইমিকে দেশটির পুঁজিবাজারের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: সারাহ বর্তমানে প্রধান খালিদ আল রিবার স্থলাভিষিক্ত হবেন। সৌদি আরাবিয়া স্টক এক্সচেঞ্জ (টাডাউল) মধ্যপ্রাচের মধ্যে সবচেয়ে বড় পুঁজিবাজার। ব্যাংকিং খাতের অভিজ্ঞ সারাহকে টাডাউলে প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে আর্থিক খাতে পুরুষ শাসিত প্রথার সমাপ্তি ঘটলো।

ডিলোইটি কনসালটেন্সি জানায়, প্রতি নিয়তই করর্পোরেট বোর্ডে নারীদের প্রতিনিধিত্ব বাড়ছে তবে বিশ্বব্যাপী বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে এখনো নারীর সংখ্যা নগন্য। বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানে ১২ ভাগ নারী রয়েছে এর মধ্যে পরিচালনা বোর্ডে আছে মাত্র ৪ ভাগ নারী।

ওয়াল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সৌদি আরবের পুঁজিবাজার টাডাউল ৪৪০ বিলিয়ন মার্কিন ডলারের বাজার। এটির প্রধান হিসেবে এর  নিয়ন্ত্রণ করবেন সারাহ। ২০১৫ সালে টাডাউল আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মক্ত করে দেওয়া হয়। এটি আঞ্চলিক ক্ষেত্রে সর্ববৃহৎ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ২১ তম পুঁজিবাজার।

ন্যাশনাল কর্মাশিয়াল ব্যাংকে প্রধান নির্বাহী হিসেবে যোগদানের আগে সারাহ জাদওয়া ইনভেস্টমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ও সাম্বা ফিনান্সিয়াল গ্রুপের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজারের হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হার্ভাডের এ গ্রেজুয়েটেড এ নারীসহ আরো ১৬ জনকে ২০১৩ সালের সেপ্টেম্বরে স্টক এক্সচেঞ্জ কনসালটেন্সি কমিটিতে নিয়োগ দেওয়া হয়।
আমাদের সময়.কম
captcha