IQNA

ইউরোপে হিজাব নিষেধাজ্ঞার সমর্থনে বেলজিয়াম

23:59 - March 27, 2017
সংবাদ: 2602797
আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের এক কর্মকর্তা ইউরোপে কর্মস্থলে হিজাব নিষেধাজ্ঞার রায়ের সমর্থন করেছে।
ইউরোপে হিজাব নিষেধাজ্ঞার সমর্থনে বেলজিয়াম
বার্তা সংস্থা ইকনা: গত মঙ্গলবার (১৪ই মার্চ) ইউরোপের একটি আদালত কর্মস্থলে নারীদের হিজাব ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেছে, নিয়োগকর্তাগণ কর্মস্থলে ধর্মীয় প্রতীক বিশেষকের স্কার্ফ ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।
আদালতের এই হুকুমের পর ইউরোপের বিভিন্ন মহলে অনেক প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছে এবং এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এদিকে বেলজিয়ামের দারিদ্র্য ফাইটিং এবং সমতা মন্ত্রী 'যাহল ডামির' সেদেশের একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে ইউরোপের আদালতের রায়ে সমর্থন জানিয়ে বলেছে: দীর্ঘ ২০ বছর যাবত ইউরোপে হিজাব নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করা হচ্ছিল। আমি মনে করি এই রয়ে পরিবর্তন হবে। ইউরোপের আদালত যদি কয়েক বছর পূর্বে হিজাব নিষেধাজ্ঞার রায় জারি করত তাহলে এতো সমস্যা হতো না।
ইউরোপের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের কথা চিন্তা না করেই ডামির বলেছে: ইউরোপের মান বজায় রাখার জন্য মুসলমানদের উচিত নিজেদেরকে উৎসর্গ করা।
এদিকে ইউরোপের আদালতের এই রায়ের পরে অধিকাংশ বিশেষজ্ঞরা ধারণা করছে এটি একটি ধর্মীয় বৈষম্যমূলক রায়।
iqna




captcha