IQNA

রাশিয়ার মুসলিম অধ্যুষিত অঞ্চলে পর্যটকদের ভীড়

21:56 - May 01, 2017
1
সংবাদ: 2602994
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মুসলিম প্রধান এলাকাগুলোতে ভীড় জমাচ্ছে বিশ্বের অন্যান্য দেশের মুসলিম পর্যটকরা।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সম্প্রতি বছরগুলোতে মুসলিম বিশ্বের সাথে রাশিয়ার সংস্কৃতি ও কর্ম বিষয়ক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। উৎপাদন ও বিনিয়োগের পাশাপাশি উভয় পক্ষ পারস্পারিক সংস্কৃতি ও রীতি-প্রথার প্রতিও যথেষ্ঠ শ্রদ্ধাশীল।

রাশিয়ার মুসলমানরা শুধু অন্যান্য মুসলিম রাষ্ট্রে সফর করতে পছন্দ করেননা বরং বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও রাশিয়ার মুসলিম প্রধান এলাকাগুলোতে ভ্রমণ করতে ভালবাসেন।

উদাহরণ স্বরূপ দক্ষিন আফ্রিকার বিভিন্ন ট্যুর কোম্পানীর নাম উল্লেখ করা যেতে পারে। এ সকল কোম্পানী বিভিন্ন প্যাকেজের আওতায় পর্যটকদেরকে রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভ্রমণ করাচ্ছে।#3594898


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Chianna
0
0
TO ME, it just looks like you need a more defined cut and shape for your bird. Look at the display ones, they have disicntt curves in the fabric, yours have no curves. So. . .cut better? lol. Just my two cents.
captcha