IQNA

তুরস্কের আকাশে পবিত্র কুরআনের আবাবিল পাখি

23:59 - May 22, 2017
সংবাদ: 2603129
আন্তর্জাতিক ডেস্ক: আবাবিল পাখির কথা পবিত্র কুরআনে স্মরণ করা হয়েছে। সম্প্রতি এই পাখি তুরস্কের আনাতোলিয়া প্রদেশের সিভাস শহরে দেখা গিয়েছে। এই পাখি দেখার পর স্থানীয় জনগণ বিস্মিত হয়ে যায়।
তুরস্কের আকাশে পবিত্র কুরআনের আবাবিল পাখি
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের জামান সংবাদপত্র এক প্রতিবেদনে লিখেছে: সামী জুল নামক তুরস্কের এক নাগরিক সেদেশের সিভাস শহরের 'গাজী উসমান পাশা' মসজিদে জোহরের নামাজ শেষে মসজিদের ভিতরে একটি পাখি দেখতে পান। পাখিটির নিকটে গেলে তিনি বুঝতে পারেন পাখিটি নিশ্চুপ হয়ে স্ব-স্থানে দাড়িয়ে রয়েছে।
সামী প্রথমে মনে করেছিলেন, পাখিটি তৃষ্ণার্ত হয়ে এই স্থানে এসেছে এবং নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু তিনি যখন পাখিটি উঁচু করলেন তখন বুঝতে পারলেন পাখিটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে এবং পরিপূর্ণভাবে শান্ত রয়েছে। এগুলো দেখে স্থানীয় জনগণ বিস্মিত হয়ে যায়।
এ ব্যাপারে তুরস্কের জনগণ বলেন: অন্যান্য পাখির তুলনায় আবাবিলের বৈশিষ্ট্য হচ্ছে, এই পাখি সারাটি জীবন আকাশে উড়ে বেরায় এবং মাটিতে আসতে খুবই কম দেখা যায়।
আকাশে সবসময় উড়ার কারণে আবাবিল পাখিকে মাটি খুবই কম দেখা যায়। এ কারণে এই পাখি মানুষের ধরাছোঁয়ার বাহিরে থাকে। এর রহস্য মানুষের নিকট অজানা রয়েছে।
পবিত্র কুরআনে সূরা ফীলের ৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে:
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ
তুমি কি প্রত্যক্ষ করনি তোমার প্রতিপালক হস্তিবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ
তিনি কি তাদের (প্রতারণার) কৌশল ব্যর্থ করে দেননি?
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
এবং তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন,
تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
যারা তাদের ওপর মৃত্তিকাজাত কংকর নিক্ষেপ করল।
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ
অতঃপর তিনি তাদের চর্বিত তৃণ-সদৃশ করেন।
iqna


ট্যাগ্সসমূহ: ইকনা ، তুরস্ক ، দেশ ، মসজিদ ، পাখি ، আবাবিল
captcha