IQNA

অসহায়দের সহায়তা দানে ইমাম মাহদীর (আ.) আদেশ

11:24 - June 08, 2017
সংবাদ: 2603211
ইসলামের অন্যতম শিক্ষা হচ্ছে অসহায় ও নি:স্ব মানুষের সাহায্যে এগিয়ে এবং কৃপণতা পরিহার করা। ইসলাম কখনও কৃপণতার স্বীকৃতি দেয় না। বরং অভাবি ও দুস্থদের প্রতি সহানুভূতিশীল ও সদয় থাকার জন্য ইসলাম আমাদের প্রতি কঠোরভাবে আদেশ দিয়েছে।


 ইমাম মাহদী (আ.) হলেন আল্লাহ ও রাসূলের (সা.) প্রতিশ্রুত শেষ জামানায় মানব জাতির পরিত্রাণদাতা ও ত্রাণকর্তা। তিনি বর্তমান যুগের আল্লাহ মনোনীত ইমাম ও পথপ্রদর্শক। এ মহান ইমাম থেকে অসহায় ও গরীবদের প্রতি সহায়তা দান প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ হাদীস বর্ণিত হয়েছে;

এখানে আমরা পাঠকদের উদ্দেশ্যে মুল হাদীস ও সেটির বাংলা অনুবাদ তুলে ধরছি- 

«أنَّهُ مَنِ اتَّقى رَبَّهُ مِنْ إِخْوانِكَ فِی الدّینِ وَأَخْرَجَ مِمّا عَلَیْهِ إِلى مُسْتَحِقّیهِ، كانَ آمِناً مِنَ الْفِتْنَهِ الْمُبْطِلَهِ، وَمِحَنِهَا الْمُظْلِمَهِ الْمُظِلَّهِ وَمَنْ بَخِلَ مِنْهُمْ بِما أَعارَهُ اللّهُ مِنْ نِعْمَتِهِ عَلى مَنْ أَمَرَهُ بِصِلَتِهِ، فَإِنَّهُ یَكُونُ خاسِراً بِذلِكَ لاُِولاهُ وَآخِرَتِهِ؛

 

নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা আল্লাহ নির্ধারিত মু’মিন ভাইদের অধিকার আদায় করবে এবং আর্থিক সহায়তা দান করবে। যখন ফিৎনা মানুষকে বিপথগামী করবে, চারিদিকে অন্ধকারাচ্ছন্নতায় পরিপূর্ণ হবে, তখন সে এ সব থেকে নিরাপদ থাকতে পারবে। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করবে এবং আল্লাহ তাকে যে সব নেয়ামতসমূহ দান করেছেন, তা থেকে অপর অভাবগ্রস্থ মু’মিন ভাইদের প্রতি দান করা থেকে বিরত থাকবে; সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্থ হবে।

সূত্র: বিহারুল আনওয়ার, ৫৩তম খন্ড, পৃ. ১৭৭।

captcha