IQNA

পশ্চিম মসুল অভিযান সমাপ্ত : হাশ্‌দ আশ-শাবি

23:45 - June 10, 2017
সংবাদ: 2603232
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সরকারপন্থি স্বেচ্ছাসেবক বাহিনী হাশ্‌দ আশ-শাবি বা পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট বলেছে, পশ্চিম মসুলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদিস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, তার বাহিনীর যোদ্ধারা এরইমধ্যে ১৪ হাজার বর্গ কিলোমিটার এবং ৩৬০টি গ্রাম মুক্ত করেছে। ইরাকের আরবি নিউজ চ্যানেল আল-সুমেরিয়া এ খবর দিয়েছে। পাশাপাশি ইরাক-সিরিয়া সীমান্তের ৫০ থেকে ৬০ কিলোমিটার মুক্ত করেছে এ বাহিনী।

এছাড়া, নেইনাভা প্রদেশের পশ্চিমে দায়েশের ২০০০ সন্ত্রাসীও তাদের যোদ্ধাদের হাতে নিহত হয়েছে। তারা মসুলের ৬০ কিলোমিটার পশ্চিমে তাল আফার শহর দায়েশের দখল থেকে মুক্ত করতে প্রস্তুত বলেও ঘোষণা করেছে। এখন এ বাহিনী ইরাকের প্রধানমন্ত্রী এবং কমান্ডার-ইন-চিফ হায়দার আল-এবাদির নির্দেশের অপেক্ষায় আছে বলে জানান আবু মাহদি আল-মুহানদিস।

২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখল করেছিল দায়েশ। তবে, বর্তমানে এ নগরীর নয় শতাংশেরও কম দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। পার্সটুডে
captcha