IQNA

মালয়েশিয়ায় কুরআন প্রিন্ট কেন্দ্রের উদ্বোধন

19:51 - June 14, 2017
সংবাদ: 2603260
আন্তর্জাতিক ডেস্ক: আজ (১৪ই জুন) মালয়েশিয়ায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্ট সেন্টারের উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "নাশরুল কুরআন" নামক উক্ত কুরআন প্রিন্ট সেন্টারটি উদ্বোধনি অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা 'আহমেদ যাহেদ হামীদি' উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন: পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারের লক্ষে গত বছর এই প্রিন্টিং সেন্টারটির কাজ শুরু করা হয়।

তিনি বলেন: মালয়েশিয়ার একটি সংযম নীতির প্রতিশ্রুতিবদ্ধ দেশে এবং কুরআন প্রিন্ট করার ক্ষেত্রেও এদেশের এই নীতি অব্যাহত থাকবে।

যাহেদ হামিদী বলেন: এই প্রচেষ্টা শুধুমাত্র প্রশংসা ও গর্বের জন্য গ্রহণ করা হয়নি। বরং মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ জানুক যে, মালয়েশিয়াও কুরআন প্রিন্টিং সেন্টার রয়েছে।

আশাকরা হচ্ছে, এই কেন্দ্র থেকে বাৎসরিক পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হবে। অবশ্য এই কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি অনুযায়ী বছরে পবিত্র কুরআনের ৩০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ধারণ ক্ষমতা রয়েছে।

এই কেন্দ্র থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই এবং রাশিয়ান ভাষা সহ অন্যান্য ভাষায় অনুদিত কুরআন প্রিন্ট করা হবে।

iqna


captcha