IQNA

শবে কদরের আমলের উপযুক্ত স্থান হচ্ছে মসজিদ

22:19 - June 17, 2017
সংবাদ: 2603275
পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী শবে কদর হল হাজার মাসের চেয়ে ফজিলতপূর্ণ। তাই আমরা যদি এ রাতের ফজিলত অনুধাবন করতে চাই, তবে অবস্যই মসজিদে হাজির হওয়া প্রয়োজন।

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাসান হাশমাতি বলেছেন যে, পবিত্র মাহে রমজান আসলে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে রোজার বিধানাবলী ও শরিয়াতের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। কেননা রমজান মাসের আধ্যাত্মিক পরিবেশ মানুষকে ধর্মের প্র্রতি উদ্বুদ্ধ করে।

তিনি বলেন: এ পৃথিবীতে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর; মসজিদে ইবাদত বন্দেগীর সওয়াব অন্য যে কোন স্থানের চেয়ে অনেক বেশি। আর শবে কদর হচ্ছে বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ রাতের নাম। এ রাত্রের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। তাই একজন বুদ্ধিমান ও সচেতন মু'মিন ব্যক্তির উচিত হবে শবে কদরের ইবাদত বন্দেগীর জন্য মসজিদ হাজির হওয়া এবং সেখানে যেয়ে রাত্র জাগরণ করা।

তিনি আরও বলেন: ইমাম রেজা (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, পবিত্র রমজান মাসে কুরআনের একটি আয়াত তেলাওয়াত করলে, সমগ্র কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তাই এ মাসে অধিক কুরআন তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি সওয়াব হাসিল করতে হবে। শাবিস্তান
captcha