IQNA

শবে কদরের তকদির মানুষের নিজের আমলের উপর নির্ভর করে

13:48 - June 21, 2017
সংবাদ: 2603303
আন্তর্জাতিক ডেস্ক: মানুষ যেভাবে আমল করবে তার তকদিরও ফিক সেভাবেই লেখা হবে। সুতরাং শবে কদরে ভাল আমল ও ভাল পরিণতি পেতে হেল অবশ্যই কাজ ও কর্ম ভাল হতে হবে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা যদি শবে কদরের রাতে ভালভাবে আমল করি আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন এবং «يمحواللَّه ما يشاءُ و يُثبتُ» পূর্বের গোনাহ মাফ করে দিবেন।
আল্লাহ মানুষের পূর্বের আমল এবং পরবর্তী চিন্তা অনুযায়ী তার ভাগ্য নির্ধারণ করেন। কেউ যদি ভাল মানুষ থাকে এবং ভাল কাজ করে তার ভাগ্য ভালই হবে। কিন্তু কেউ যদি গোনাহগার থাকে এবং সেটাকেই অব্যাহত দেয় তাহলে তার ভাগ্য খারাপ বই ভাল হওয়ার প্রশ্নই আসে না।
কুরআন নিজেই বলছে, «وَ لَنْ يَتَمَنَّوْهُ أَبَداً بِما قَدَّمَتْ أَيْديهِمْ» যাদের কর্ম ভাল না তারা কখনোই মৃত্যুকে পছন্দ করে না। সুতরাং মানুষ কি চাই সেটা দেখলেই বোঝা যবে তার ভবিষ্যৎ কি হবে।
মহান আল্লাহ যাকে ইচ্ছা অঢেল পরিমাণ দান করতে পারেন। কিন্তু তিনি কাদেরকে দান করেন। অবশ্যই যারা আল্লাহর প্রিয় বান্দা কেবল তাদেরকেই দান করেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে: «وَمَنْ يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَنْ يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا»   যারা দুনিয়ার ধন সম্পদ চায় আল্লাহ তাকে তার থেকে কিছু দেন, আর যারা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে এবং আল্লাহর সন্তুষ্টি চায় আল্লাহ তাদেরকে অফুরন্ত কল্যাণ ও বরকত দান করেন।
ট্যাগ্সসমূহ: ইকনা ، আল্লাহ ، কদর ، মানুষ ، কুরআন ، মহান
captcha