IQNA

ইমাম মাহদীর অনুসারীদেরকে কিভাবে পরীক্ষা করা হবে?

11:59 - June 23, 2017
1
সংবাদ: 2603320
মহান আল্লাহ হযরত মুসার কওমকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করেছিলেন, «إِنَّ اللّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ» ইমাম মাহদীর অনুসারীদেরকেও তার অন্তর্ধানের মাধ্যমে পরীক্ষা করা হবে।
ইমাম মাহদীর অনুসারীদেরকে কিভাবে পরীক্ষা করা হবে?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা বাকারার ২৪৯ নং আয়াতে বলা হয়েছে:

«فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ ۚ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ ۚ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ ۚ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ.»

অতঃপর তালুত যখন সেনাবাহিনীসহ (ইলইয়া শহর হতে) রওনা হল তখন তাদের বলল, ‘এখন আল্লাহ অবশ্যই একটি নদীর মাধ্যমে তোমাদের (ধৈর্যের) পরীক্ষা গ্রহণ করবেন। সুতরাং যে কেউ তা হতে পানি পান করবে সে আমার থেকে নয়; এবং যে এর স্বাদও আস্বাদান করবে না, সে অবশ্যই আমার থেকে হবে। তবে হ্যাঁ, যে তার হাত দিয়ে এক অঞ্জলি পানি পান করবে (তার কোন ক্ষতি হবে না।) কিন্তু তাদের কয়েকজন ভিন্ন সকলেই পান করল।

অতঃপর যখন তালুত বিশ্বাসীদের নিয়ে নদী অতিক্রম করে গেল তখন তারা বলল, ‘আমাদের মধ্যে আজ জালুত ও তার বাহিনীর সাথে যুদ্ধ করার ক্ষমতা নেই।’ কিন্তু যাদের দৃঢ় বিশ্বাস ছিল যে, (একদিন) আল্লাহর সাক্ষাৎ লাভ করবে (তারা নির্ভয়ে) বলল, ‘কত ক্ষুদ্র দল বৃহৎ বৃহৎ দলের ওপর আল্লাহর আদেশে জয়যুক্ত হয়েছে।’ এবং আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।

বনী ইসরাইল যখন তালুতের অধীনে যুদ্ধের জন্য রওনা হয় তখন গ্রীষ্মকাল ছিল। তারা পিপাসায় কাতর হয়ে পড়েছিল। তারা তালুতকে বলল, ‘আল্লাহর কাছে দোয়া করুন যাতে কোন নদী পাওয়া যায়। বস্তুত যখন নদী দেখা গেল তখন তিনি সকলকে বুঝালেন যে, ‘এটা পরীক্ষার নদী, যে এক অঞ্জলী পান করবে সে আমার হতে, আর যে অধিক পান করবে সে আমার হতে নয়’। কিন্তু তারা নদীর কিনারায় পৌঁছলে ৩১৩ জন ব্যতীত সকলে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং আকণ্ঠ পান করল। অবশেষে তাদের ঠোঁট কাল হয়ে গেল এবং পথ চলতে অক্ষম হয়ে পড়ল। আর যত পানিই পান করতে থাকল তাদের পিপাসা মিটল না, কিন্তু যাঁরা এক অঞ্জলি পান করেছিলেন তাঁরা সুস্থ থাকলেন এবং তাঁদের পিপাসাও নিবারণ হয়ে গিয়েছিল।

ইমাম বাকের (আ.) বলেছেন: তালুতের প্রতি ৩১৩ জন বিশ্বস্ত ছিল। ইমাম মাহদীর বিশ্বস্ত সাথীও ৩১৩ জন হবেন। শাবিস্তান
প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আবুজাফর মোঃ ছালেহ
0
0
লাব্বাইক ইয়া সাহেবুযযামান! আল্লাহুম্মা আজ্জেল ফারাজাক.........।
captcha