IQNA

ইংল্যান্ডের নিউক্যাসলে ঈদের নামাজে গাড়ি হামলা

15:28 - June 25, 2017
সংবাদ: 2603328
আন্তর্জাতিক ডেস্ক: ২৫শে জুন সকালে ইংল্যান্ডের নিউক্যাসলে ঈদুল ফিতরে নামাজের সময় এক সন্ত্রাসী গাড়ি নিয়ে মুসল্লিদের উপর হামলা চালায়।


বার্তা সংস্থা ইকনা: এই ঘটনাটি আজ সকাল ৯:১৪টায় নিউক্যাসলের "ওয়েস্ট গেট" স্পোর্টস সেন্টারে ঘটে।

গাড়ি হামলার ফলে বেশ কয়েক জন বিশেষ করে কয়েক জন শিশু গুরুত্বর আহত হয়। হামলার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও ইমারজেন্সি ফোর্স উপস্থিত হয়।

৪২ বছরের এক নারী এই হামলা চালায়। ঘাতককে পুলিশ গ্রেফতার করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক পর্যবেক্ষণ করার পর পুলিশ ঘোষণা করেছে, এটি কোন সন্ত্রাসী হামলা নয়। তবে এ ব্যাপারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনার ফলে স্থানীয় জনগণ উদ্বেগ প্রকাশ করেছে। কারণ লন্ডনে ২৯শে জুনে একই ধরনের ঘটনা ঘটে।

উল্লেখ্য, ব্রিটেনের রাজধানী লন্ডনের একটি মসজিদের সামনে মুসল্লিদের ওপর পিক-আপ ভ্যান নিয়ে ৪৮ বছরের এক ইসলাম বিদ্বেষী ব্যক্তি হামলা চালিয়েছে। উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে মুসল্লিরা যখন তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হচ্ছিলেন তখন তাদের ওপর এই হামলা চালানো হয়।

captcha