IQNA

রোগীদের জন্য রাফা সীমান্ত পথ খুলে দিন: গাজায় বিক্ষোভ

22:06 - July 04, 2017
সংবাদ: 2603372
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা সীমান্ত পথ খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন গাজাবাসীরা। সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য এ সীমান্ত পথ খুলে দেয়ার দাবি মিশরের প্রতি জানানো হয়।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইল এবং জর্দান নদীর পশ্চিম তীরে সংকটাপন্ন রোগীদের ঢোকার ওপর তেল আবিব বাধা নিষেধ আরোপ করার পর এ বিক্ষোভ করা হয়। রোগীদের অবিলম্বে মিশরের নিয়ে যাওয়ার জন্য সীমান্ত পথ খুলে দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
ফিলিস্তিন ও মিশরের পতাকা বহন করে বিক্ষোভকারীরা এবং ছাত্র ও রোগীদের জন্য সীমান্ত পথটি খুলে দেয়ার দাবি জানিয়ে শ্লোগানও দেন তারা। মিশরের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী রাফা সীমান্তপথ  গত কয়েকমাস ধরে পুরোপুরি বন্ধ করে দিয়েছে কায়রোর কর্তৃপক্ষ। অবশ্য মার্চের ৬ তারিখে এটি আংশিক ভাবে খোলা হয়েছিল। পার্সটুডে
captcha