IQNA

শোচনীয় পরিস্থিতির মুখে হাজার হাজার রোহিঙ্গা শিশু

22:51 - July 17, 2017
সংবাদ: 2603445
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গা শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। অনূর্ধ্ব পাঁচ বছরের এ সব শিশুর অবিলম্বে চিকিৎসার প্রয়োজন বলেও জানিয়েছে বিশ্বসংস্থাটি।
শোচনীয় পরিস্থিতির মুখে হাজার হাজার রোহিঙ্গা শিশু
বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে বলা হয়েছে শোচনীয় পরিস্থিতিতে রয়েছে এসব শিশু এবং আগামী ১২ মাসের মধ্যে ৮০ হাজার পাঁচশ’ শিশুকে মারাত্মক অপুষ্টি থেকে রক্ষার জন্য চিকিৎসা দিতে হবে।

ডব্লিউএফপির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, এই শিশুদের পরিস্থিতি খুবই শোচনীয়। দ্রুত ওজন হারানোয় শিশু দেহের প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা মারাত্মক বাধার মুখে পড়েছে। এতে শিশুরা মারাও যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশটির প্রায় ৩৮ হাজার পরিবার অর্থাৎ ২ লাখ ২৫ হাজার আটশ’ মানুষ অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছে। তাদের অবিলম্বে মানবিক সহায়তার প্রয়োজন বলেও জানানো হয়।
iqna
captcha