IQNA

সর্বোচ্চ নেতার অনুমোদন লাভ করলেন প্রেসিডেন্ট রুহানি

19:49 - August 03, 2017
সংবাদ: 2603560
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে দ্বিতীয় দফা দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছেন। এ অনুমোদনের ফলে রুহানি আগামী শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
সর্বোচ্চ নেতার অনুমোদন লাভ করলেন প্রেসিডেন্ট রুহানি


বার্তা সংস্থা ইকনা: আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ নেতা আনুষ্ঠানিকভাবে ডিক্রিতে সই করে রুহানিকে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেন। গত ১৯ মে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সে নির্বাচনে শতকরা ৫৭ ভাগ ভোট পেয়ে হাসান রুহানি দ্বিতীয় দফা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।

ইরানের নির্বাচনি আইন অনুযায়ী, নির্বাচিত প্রেসিডেন্টকে জাতীয় সংসদে শপথ নেয়ার আগে সর্বোচ্চ নেতার অনুমোদন লাভ করতে হয়। এ প্রক্রিয়ার মধ্যদিয়ে সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।

আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার আগ পর্যন্ত দেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারতেন না এবং  দেশ পরিচালনায় জনগণকে বাধা দেয়া হতো। কিন্তু বিপ্লবের পর সে অবস্থার অবসান হয়েছে এবং দেশে ধর্মভিত্তিক ইসলামি শাসন ব্যবস্থা চালু হয়েছে।  

নতুন প্রশাসনকে সর্বোচ্চ নেতা ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে এবং খাঁটি ইসলামি আইন বাস্তবায়নের জন্য তাগিদ দেন। এ সময় তিনি ইরানের কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, শত্রুরা ইরানকে কোণঠাসা করার চেষ্টা সত্ত্বেও ইরানি কর্মকর্তারা বিশ্বের সঙ্গে সমন্বয় করতে সক্ষম হয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞা তেহরানকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে।
iqna

captcha