IQNA

রোহিঙ্গাদের দুর্দশায় বিশ্ব আজ ‘অন্ধ ও বধির’ হয়ে গেছে: এরদোগান

23:31 - August 29, 2017
সংবাদ: 2603706
আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সাহায্যের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্দশায় বিশ্ব আজ ‘অন্ধ ও বধির’ হয়ে গেছে।
রোহিঙ্গাদের রক্ষার্থে মুসলিম বিশ্বের দেশগুলোর সাথে যোগাযোগ করছে তুরস্ক
বার্তা সংস্থা ইকনা: সোমবার এক লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন সম্প্রদায়গুলোর মধ্যে একটি। মায়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতন থেকে বাঁচতে গত কয়েকদিনে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা সোমবার জানিয়েছে যে, মায়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে প্রাণে বাঁচতে গত তিন দিনে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।

এরদোগান বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি বলতে পারি মায়ানমারে যা ঘটছে সেসম্পর্কে বিশ্ব আজ অন্ধ এবং বধির হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘বিশ্ব এটি শুনতে পায় না এবং এটি দেখতে পায় না।’

বাংলাদেশ অভিমুখে শরণার্থীদের সর্বশেষ এই ঢলকে ‘অত্যন্ত বেদনাদায়ক ঘটনা’ হিসাবে বর্ণনা করেন এবং আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বিষয়টি উত্থাপনের অঙ্গীকার করেন।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা কঠোরভাবে এই নির্যাতনের নিন্দা করি এবং আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিষয়টির সুরাহা চাইব।’

এরদোগান সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য সবসময়ই তার সহমর্মিতা প্রকাশ করে আসছেন, বিশেষ করে ফিলিস্তিনিদের সমস্যা নিয়ে সরব ভূমিকা পালন করছেন।
iqna
captcha