IQNA

আরবাইনের পদযাত্রা সকল মাজহাব এবং গোত্রের ঊর্ধ্বে

18:32 - November 10, 2017
সংবাদ: 2604289
আন্তর্জাতিক ডেস্ক: আরবাইনের পদযাত্রা সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, ইমাম হুসাইন (আ.)এর পদযাত্রা সকল মাজহাব, ধর্ম, দেশ, গোত্র এবং বর্ণের ঊর্ধ্বে। এই সমাবেশ বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ।
আরবাইনের পদযাত্রা সকল মাজহাব এবং গোত্রের ঊর্ধ্বে
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেন: এই পদযাত্রায় সকল মাজহাব, ধর্ম, দেশ, গোত্র এবং বর্ণের লোকেরা অংশগ্রহণ করে। আর এই সমাবেশ বিশ্বের সর্ববৃহৎ সমাবেশ।
তিনি সৌদি আরবের চলমান পরিস্থিতির কথা ব্যক্ত করে বলেন: সৌদি আরবে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের ঘোষণার মধ্যদিয়ে এটা প্রমাণিত হয়েছে যে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে রিয়াদ প্রকাশ্যে হস্তক্ষেপ করছে।
আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন। আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, সৌদি আরব লেবাননে সংকট ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তিনি বলেন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে সংঘটিত অপরাধযজ্ঞে সৌদি আরবের ব্যাপক ভূমিকা রয়েছে। এখন দেশটি লেবাননের প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে তার হাতে একটি লিখিত বক্তব্য ধরিয়ে দিয়েছে এবং তাকে পদত্যাগে বাধ্য করেছে। এর মাধ্যমে সৌদি আরব সেখানে প্রকাশ্যে হস্তক্ষেপ করছে।
তিনি বলেন, সৌদি আরবে কয়েকজন প্রিন্সকে আটকের ঘটনা কেবলি লোকদেখানো। আয়াতুল্লাহ খাতামি আরও বলেন, সৌদি আরবের অনভিজ্ঞ যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ইরানের বিরুদ্ধে যেসব হুমকি ও বক্তব্য দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা হলে ইরানের সরকার ও জনগণ তাদেরকে দাঁতভাঙা জবাব দেবে।
ইরাকের কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সেখানে নতুন একটি ইসরাইল প্রতিষ্ঠার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে।
iqna



captcha