IQNA

সুইডেনের মসজিদে নব্য নাৎসির আক্রমণ

18:41 - November 21, 2017
সংবাদ: 2604368
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের সৌদম্যানল্যান্ডের শহরের ফ্লেন অঞ্চলের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আল-হুদা মসজিদে নব্য নাৎসিরা হামলা চালিয়েছে।
সুইডেনের মসজিদে নব্য নাৎসির আক্রমণ
বার্তা সংস্থা ইকনা: শনিবার ১৮ই নভেম্বর অজ্ঞাত পরিচয়ের ইসলাম বিদ্বেষীরা আল-হুদা মসজিদের দরজায় ভাঙা ক্রস চিহ্ন (নব্য নাৎসিদের প্রতীক) অঙ্কন করে পালিয়ে যায়।।
আনাতোলিয়া সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে সুইডেনের ইসলামী ফেডারেশন সভাপতি তাহের আকান বলেন: এই ঘটনার জন্য ফ্লেন শহরের মুসলমানদের মধ্যে অনেক উদ্বেগ বিরাজ করছে।
তিনি বলেন: এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ বলেছে তদন্তের সম্পন্ন হলে রিপোর্ট ইসলামী ফেডারেশনে হস্তান্তর করবে।
তাহের বলেন: মসজিদের সিসি ক্যামেরা ভিডিও নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আশাকরছি অতি শীঘ্রই ঘাতককে পুলিশ খুঁজে বের করবে।
মসজিদের খাদেম আবদী উসমান আবুকার বলেন: ২০‌‌‌১২ থেকে ২০১৪ সালের মধ্যে এই মসজিদে মোট চারবার হামলা করা হয়েছে।
উল্লেখ্য, এই মসজিদটি পূর্বে একটি গির্জা ছিলো। গির্জাটি ২০১২ সালে আল-হুদা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ক্রয় করে এবং এটি সংস্কার করে মসজিদে রূপান্তরিত করে।
iqna



captcha