IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু

23:55 - March 26, 2018
সংবাদ: 2605359
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২৪শে মার্চ থেকে শুর হয়েছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেছে।

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু
বার্তা সংস্থা ইকনা: বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ২৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২৪শে মার্চে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে মিশরের এনডাওমেন্ট মন্ত্রী "মোহাম্মাদ মোখতার জুময়া", এনডাওমেন্টের ধর্মীয় বিভাগের প্রধান "জাবের তাইয়ে" এবং বিচারকমণ্ডলী সহ দর্শনার্থী হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মিশরের ওলামা পরিসদের সদস্য আব্দুল ফাতাহ কাওসি বলেন: এ বছরে প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ও কুরআন সম্পর্কে সঠিক ধারণ অর্জন করা। বর্তমানে সন্ত্রাসীরা ইসলাম ও কুরআন সম্পর্কে বিভিন্ন ধরণের ভ্রান্তি ধারণা প্রচার করছে। তাদের প্রতিরোধ করাই আমাদের মূল উদ্দেশ্য।
২৫তম আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা মিশরের এনডাওমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। কুদস শরীফের সাথে একাত্মবোধ প্রকাশ করে "আরব জেরুজালেম" শিরোনামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৯শে মার্চ) পর্যন্ত অব্যাহত থাকবে।
এই প্রতিযোগিতার পাশাপাশি মিশরের প্রাচীন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যগুল দর্শনার্থীদের পরিদর্শনের জন্য প্রদর্শন এবং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
iqna

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরুমিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু

 

captcha