IQNA

১’শ ইহুদি যেভাবে ফিলিস্তিনিদের দুইটি বাড়ি দখল করে নিল

18:31 - March 29, 2018
সংবাদ: 2605381
আন্তর্জাতিক ডেস্ক: হেবরনে ১’শ ইহুদি কয়েকজন ফিলিস্তিনিদের বাড়িতে এসে লোকজনকে বের করে দিয়ে সেগুলো দখলে নেয়। এরপর তারা ভবনগুলোর ওপর ইসরায়েলি পতাকা উড়িয়ে দেয়। অথচ ফিলিস্তিনিরা এসব বাড়ি ঘরের বৈধ মালিক ছিলেন। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। আরব৪৮.কম এ তথ্য দিয়ে বলছে দুই বাড়িতে ২০টি ইহুদি পরিবার ঢুকে পড়ে। ইব্রাহিম মসজিদের কাছে ওই দুটি বাড়ি অবস্থিত এবং তা ওই ফিলিস্তিনি শহরে গড়ে ওঠা অবৈধভাবে ইহুদি বসতির কাছেই।


বার্তা সংস্থা ইকনা: এ দুটি বাড়ি নিয়ে গত দুই বছর ধরে বিতর্ক চলে আসছে। ইহুদিদের দাবি তারা ওই বাড়ি দুটি কিনে নিয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলের সিভিল প্রশাসন বলছে ওই ২০টি ইহুদি পরিবার এখন পর্যন্ত বাড়ি দুটি ক্রয়ের কোনো প্রমাণ দেখাতে পারেনি। হাশেমিই কোল ওহালেক ফাউন্ডেশন ইহুদিদের জন্যে বাড়ি দুইটি কিনেছে বলে দাবি করছে। ২০১৬ সালে ওই ফাউন্ডেশন বাড়ি দুইটি দখলে নেয়। কিন্তু গত বছর তাদের উচ্ছেদ করে প্রশাসন।

ইসরায়েলি মিডিয়া হারেৎজ বলছে একজন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা জানায় ওই ১’শ ইহুদি বাড়ি দুইটি ক্রয় সংক্রান্ত কাগজপত্র নিয়ে প্রশাসনিক তৎপরতা চালানোর প্রাথমিক অনুমতি পেয়েছে। মালিকানার প্রথম ধাপ হচ্ছে বাড়িটি বৈধভাবে ক্রয় করা। যা ইহুদিরা কখনো করেনি। সিভিল প্রশাসন বলছে তারা বাড়ি ক্রয়ে অর্থ প্রদান করেছে। কিন্তু ওই অর্থ প্রকৃত বাড়ির মালিকদের তারা দিয়েছে কি না তার কোনো প্রমাণ উপস্থাপন তারা করতে পারেনি।

বাড়ি দুইটি দখলকারীদের মধ্যে একজন হচ্ছেন শলোমো লেভিনগার যিনি হারেৎজকে বলেন, আামদের লক্ষ্য পরিস্কার ও শান্তিপূর্ণ। বাড়ি দখলের সময় আমরা কার্যত কোনো প্রতিবাদের মুখেই পড়িনি। এটি অতি সাধারণ ঘটনা। মিডিল ইস্ট মনিটর

captcha