IQNA

খুতবা মূল্যায়ন করতে অ্যাপ চালু করছে সৌদি

16:40 - August 09, 2018
সংবাদ: 2606413
আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় বক্তব্য ও শিক্ষার বিষয়ে বর্তমানে সংস্কার কার্যক্রম পরিচালনা করছে সৌদি আরব। এরই অংশ হিসেবে মসজিদের ইমামদের খুতবা মূল্যায়ন করতে একটি নতুন মোবাইল অ্যাপলিকেশন চালু করতে যাচ্ছে দেশটি।

 

আরবি বিবিসির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এই অ্যাপটির মাধ্যমে ইমামদের ধর্মীয় বক্তব্য পর্যবেক্ষণ করা যাবে। শুধু তাই নয় বক্তব্য বেশি লম্বা হয়ে গেলে সতর্ক করবে অ্যাপটি।

সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল-শাইখ বলেন, মসজিদে ইমামদের বক্তব্যের সময় এবং মান পর্যবেক্ষণ করবে এই অ্যাপটি। এছাড়া মুসল্লিরা এই অ্যাপ ব্যবহার করে  ইমামদের কার্যক্রম সম্পর্কে নম্বর দিতে পারবেন।

উল্লেখ্য, সৌদি আরব বর্তমানে ধর্মীয় বক্তব্যগুলো সংস্কার এবং সকল মসজিদের ধর্মীয় খুতবাগুলো এক করার চেষ্টা করছে

iqna

 

 

 

captcha