IQNA

ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি রাজার সমালোচনা করলেন ভাই

23:03 - September 05, 2018
সংবাদ: 2606634
আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী ইয়েমেনের ওপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও তার ছেলে মুহাম্মাদ বিন সালমানের সমালোচনা করেছেন রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইয়েমেন যুদ্ধে এরইমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

 
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেন যুদ্ধের বিরোধিতা করে দেয়া বক্তব্য নিয়ে প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ আলে সৌদের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়- তিনি লন্ডনে অল্পসংখ্যক ব্যক্তির উদ্দ্যেশে বক্তব্য দিচ্ছেন। অংশগ্রহণকারীরা আলে সৌদি পরিবারের ধ্বংস কামনা করে স্লোগান দেন। এ সম্পর্কে তিনি বলেছেন, “আপনাদের স্লোগানের সঙ্গে আলে-সৌদ পরিবারের সম্পর্ক কী? ইয়েমেনে যা হচ্ছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজা এবং তার ছেলের মতো কিছু ব্যক্তি এই রাষ্ট্রীয় যুদ্ধের জন্য দায়ী।” আল-আরবি আল-জাদিদ পত্রিকা এ খবর দিয়েছে।

প্রিন্স আহমাদ বলেন, “আমাদের আশা ইয়েমেন এবং অন্য সব যুদ্ধ আগামীকাল নয়, আজই বন্ধ হোক।” ভিডিও’র শেষে দেখা যাচ্ছে- ইয়েমেনে সম্প্রতি একটি স্কুলবাসে সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে প্রিন্স আহমাদ প্রতিবাদকারীদের সঙ্গে একমত পোষণ করছেন।

iqna

captcha