IQNA

অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্বের শিক্ষা

23:43 - September 07, 2018
সংবাদ: 2606649
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সালজবুর্গের শিক্ষার্থীদের ধর্মতত্ত্বের শিক্ষা দেয়া হচ্ছে।

ত্রিদেশীয় শীর্ষ বৈঠক; কী বললেন ড. রুহানি?বার্তা সংস্থা ইকনা: অস্ট্রিয়ায় সালজবুর্গ শহরে ১৬২২ সালে প্রিন্স "প্যারিস লরডেস" সালজবুর্গ বিশ্ববিদ্যালয় (Salzburg Universität) প্রতিষ্ঠিত করেন। শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধর্মতত্ত্ব, আইন এবং চিকিৎসা শিক্ষা দেয়া হচ্ছে।

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনটি ওয়ার্ল্ড হেরিটেজ কালেকশন হিসেবে ইউনোস্কে নিবন্ধিত রয়েছে।

অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেন্টার ও ইউনিটি ছাড়াও ক্যাথলিক ধর্মতত্ত্ব, আইন, সামাজিক বিজ্ঞান ও সংস্কৃতি এবং প্রাকৃতিক বিজ্ঞানের চারটি অনুষদ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ আর্ট শিল্প হিসেবে প্রসিদ্ধ।

iqna

 

captcha