IQNA

কুরআন কিয়ামতের দিন শাফায়াত করবে

14:23 - September 10, 2018
সংবাদ: 2606675
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি বলেছেন যে, হাদীসের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তায়ালা যাদেরকে মানুষের জন্য শাফায়াতের অনুমোতি দান করবেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আল কুরআন।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি আজ মঙ্গলবার পবিত্র কুরআনের তাফসীর অনুষ্ঠানে বলেছেন যে, পবিত্র কুরআন হচ্ছে এমনই এক আসমানি কিতাব; যা মানুষকে অজ্ঞতা ও মূর্খতার অভিশাপ থেকে মুক্তি দান করে এবং গোমরাহি থেকে মুক্তি দিয়ে হেদায়েতের পথে পরিচালিত করে।

আজকের পৃথিবীর মানুষ যত মুসিবাত ও বিপদাপদের শিকার তার একমাত্র কারণ হচ্ছে পবিত্র কুরআনের শিক্ষা ও আলো থেকে দূরে সরে যাওয়া। আজ প্রায় সকলের ঘরে পবিত্র কুরআন রয়েছে কিন্তু সে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা কিংবা কুরআনের তাফসীর পড়ার অভ্যাস অধিকাংশের মধ্যে নেই।

এ বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক গুনাহ পরিহারের অপরিহার্যতার উপর গুরুত্বারোপ করে বলেন: গুনাহ মানুষকে আল্লাহর রহমত ও বরকত থেকে দূরে সরিয়ে দেয়। অব্যাহত গুনাহের মাধ্যমে মানুষের অন্তর এবং আত্মার মৃত্যু ঘটে। তাই আমাদের উচিত সর্ববস্থার গুনাহ ও নাফরমানি থেকে বিরত থাকা।

captcha