IQNA

ইউরোপের হালাল পণ্যের বাজারের চাহিদা বৃদ্ধি

23:49 - September 29, 2018
সংবাদ: 2606844
আন্তর্জাতিক ডেস্ক: এক জরিপে দেখা গিয়েছে সম্প্রতি ইউরোপের বাজারসমূহে হালাল পণ্যের চাহিদা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ইউরোপে হালাল পণ্য বাজার আশির দশকে শুরু হয়েছে। বর্তমানে হালাল বাজারের চাহিদা বৃদ্ধি হওয়ার ফলে এই বাজারের সক্রিয় কর্মীগণ অনেক লাভবান হচ্ছেন।
বর্তমানে হালাল পণ্যের মধ্যে চকলেট থেক শুরু করে দুগ্ধজাত সহকারে কার্বনেটেড পানীয়, ঔষধ এবং প্রসাধনী পণ্যসমগ্রীর চাহিদা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
হালাল পণ্য সামগ্রী শুধুমাত্র মুসলমানেরাই নয়, বরং অমুসলিমগণও ব্যাপকভাবে স্বাগত জানাচ্ছে। হালাল পণ্যের মূল্য ও গুনগত মানের জন্য এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি ইউরোপের হালাল পণ্যের বাজারের চাহিদা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে এবং এই বাজারের মান ২২ বিলিয়ন ইউরোর বেশি দাঁড়িয়েছে।
iqna

 

 

captcha