IQNA

আফগানিস্তানে তালেবানের সিনিয়র ৪ কমান্ডর নিহত

23:49 - September 30, 2018
সংবাদ: 2606858
আন্তর্জাতিক ডেস্ক: আফগান নিরাপত্তা কর্মকর্তারা সেদেশের উত্তরাঞ্চলীয় পারভান ও ফরিয়ব প্রদেশে সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের চার সিনিয়র কমান্ডারের মৃত্যুর খবর প্রকাশ করেছেন।


কুরআন হেফজ করলেন জর্ডানে ৭৪ বছরের নিরক্ষর বৃদ্ধা
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় ফরিয়ব প্রদেশের পুলিশ সদর দফতর গতকাল এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে, ফরিয়ব প্রদেশের কাইসার শহরের অদূরে আরকুলিক গ্রামে সেনাবাহিনীর বিমান হামলায় সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের ৩ জন সিনিয়র কমান্ডর এবং অপর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় তালেবানে ৭ সন্ত্রাসী আহত হয়েছে।
এদিকে পারভান প্রদেশের গভর্নর নুর আগা সামেয় বলেন: ২৮শে সেপ্টেম্বর রাতে তালেবানের ৫০ জন সন্ত্রাসীর অধিক চাহর কাল্লে নামক এলাকার থানায় হামলা চালিয়েছে। এরফলে সংঘর্ষ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন: এই সংঘর্ষের ফলে তালেবানের স্বঘোষিত গভর্নর কারি মানাফ নিহত হয়। এসময় তার সাথে থাকা অপর ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বিবৃতি প্রকাশ হয়নি।
iqna

 

 

captcha