IQNA

আমিরাতে ২৩টি দেশের নওমুসলিমদের জন্য কুরআন প্রতিযোগিতা

20:11 - January 29, 2019
সংবাদ: 2607818
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ২৩টি দেশের নওমুসলিমদের জন্য তৃতীয়বর্ষ কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: হেফজ এবং ও সুন্নতে নবাবী (সা.)এর আলোকে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের "দারুল বার্র" চ্যারিটি অ্যাসোসিয়েশনের আওতাধীন ইসলামী তথ্য কেন্দ্রের পক্ষ থেকে ২৮শে জানুয়ারি শুরু হয়েছে।
"দারুল বার্র" চ্যারিটি অ্যাসোসিয়েশনের আওতাধীন ইসলামী তথ্য কেন্দ্রের মহা পরিচালক রাশেদ আল জানিনী বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হেফজ এবং ও সুন্নতে নবাবী (সা.) বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন: সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ২৩টি দেশের ১৮ জন শিশু সহকারে ২৪৭ জন নওমুসলিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
রাশেদ আল জানিনী বলেন: এই প্রতিযোগিতায় নতুন দল অর্থাৎ নওমুসলিমদের সন্তানরাও অংশগ্রহণ করেছে।iqna

 

captcha