IQNA

ইমাম আলীর (আ.) দৃষ্টিতে ধৈর্য ও সহিষ্ণুতার সুফল

20:41 - February 26, 2019
সংবাদ: 2608022
ধৈর্য ও সহিষ্ণুতা মানব জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। কেননা মানুষ যখন কঠিন বিপদ ও মুসিবতের সম্মুখীন হয়; তখন এ ধৈর্যই তাকে উক্ত বিপদের মোকাবেলার শক্তি ও সাহস দান করে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন আলী (আ.) রাসূলের (সা.) ঘোষিত ও মনোনীত খলিফা হিসেবে মানব জাতীর খোদায়ী পথপ্রদর্শক ও মাসুম ইমাম। আমরা এ মহান ইমামের (আ.) দিকনির্দেশনার মাধ্যমে সঠিক ও সত্য পথের দিশা পেতে পারি।

এখানে আমরা ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতার গুরুত্ব সম্পর্কে আমিরুল মু’মিনিন আলী (আ.) কর্তৃক বর্ণিত একটি জ্ঞানগর্ভ বাণী পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরব। তিনি বলেছেন-

«أُوصِیکُمْ بِخَمْسٍ لَوْ ضَرَبْتُمْ إِلَیْهَا آبَاطَ الْإِبِلِ لَکَانَتْ لِذَلِکَ أَهْلًا: لَایَرْجُوَنَّ أَحَدٌ مِنْکُمْ إِلَّا رَبَّهُ، وَلَا یَخَافَنَّ إِلَّا ذَنْبَهُ، وَلَا یَسْتَحِیَنَّ أَحَدٌ مِنْکُمْ إِذَا سُئِلَ عَمَّا لَایَعْلَمُ‏أَنْ یَقُولَ: لَاأَعْلَمُ، وَلَا یَسْتَحِیَنَّ أَحَدٌ إِذَا لَمْ یَعْلَمِ الشَّیْ‏ءَ أَنْ یَتَعَلَّمَهُ، وَعَلَیْکُمْ‏بِالصَّبْرِ، فَإِنَّ الصَّبْرَ، مِنَ الْإِیمَانِ کَالرَّأْسِ مِنَ الْجَسَدِ، وَلَا خَیْرَ فِی جَسَدٍ لَا رَأْسَ مَعَهُ، وَلَا فِی إِیمَانٍ لَاصَبْرَ مَعَهُ».

অর্থাৎ আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের উপদেশ দিচ্ছি; যদি তোমরা উটে চড়ে দ্রুত তা সন্ধান কর (মান্য কর) তবে এর সুফল পাবে।

আল্লাহ ছাড়া আর কিছুতে আশা স্থাপন কর না। নিজের পাপ ছাড়া আর কোন কিছু ভয় পেও না। যে বিষয়ে তোমার জ্ঞান নেই; সে বিষয়ে প্রশ্ন করা হলে ‘জানি না’ বলতে লজ্জাবোধ কর না। যা নিজে জান না, সে বিষয়ে অন্যের কাছ থেকে শিক্ষা নিতে লজ্জাবোধ কর না। ধৈর্য ধারণ করার অভ্যাস কর; কেননা দেহের জন্য মাথা যেরূপ ঈমানের জন্য ধৈর্য সেরূপ। (দ্র: নাহজুল বালাগা, হিকমত নং ৮২)

 

captcha