IQNA

ইরাকি ও আমেরিকান গোয়েন্দা সূত্র:

আবু বকর বাগদাদি ইরাকের আনবরে আইএসকে পুনরুজ্জীবিত করতে চায়

16:48 - February 28, 2019
সংবাদ: 2608035
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি ও আমেরিকান গোয়েন্দা সূত্র ঘোষণা করেছে: আবু বকর বাগদাদি ইরাকের আনবর শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসকে পুনরুজ্জীবিত করতে চায়।

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের আল-বায়ান সংবাদপত্র ইরাকে অবস্থিত আমেরিকান বাহিনীর একটি উৎসের উদ্ধৃত দিয়ে ঘোষণ করেছে, সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশ সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ব্যাপক ক্ষতি হওয়ার পর এই দলের নেতা আবু বকর বাগদাদি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের মরুভূমিতে এই দলকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে।

এই উৎস আরও ঘোষণা করেছে, কয়েকদিন আগে বাগদাদি সিরিয়ার দেইর আজ-জোরের টানেলের মাধ্যমে আনবারে প্রবেশ করেছে।

আমেরিকান আর্মির তথ্য অনুযায়ী, আবু বকর আল বাগদাদি ও তার উপদেষ্টা ৩৫০ থেকে ৫০০ জন সশস্ত্র সন্ত্রাসীকে নিয়ে আল আনবার প্রদেশের আল হুসাইনিয়াত এলাকায় অবস্থান করছে।

এই উৎস আরও ঘোষণা করেছে: আমেরিকান এয়ার ফোর্স ও ইন্টারন্যাশনাল আর্মি এবং ইরাকের নিরাপত্তা বাহিনী এই এলাকায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে বর্মযুক্ত ও সজোয়া যানবাহন দ্বারা টহল দিচ্ছে। iqna

 

captcha