IQNA

জরিপের ফলাফল;

আমেরিকান মুসলমানেরা সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার হচ্ছে

22:49 - March 10, 2019
সংবাদ: 2608099
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক জরিপে দেখা গিয়েছে যে, সেদেশে মুসলমানেরা সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার প্রকাশিত এই জরিপে মুসলমানদের বৈষম্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণের নিকটে প্রশ্ন করা হলে, অধিকাংশ উত্তরদাতা বলেছে, মুসলমানেরা সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার হচ্ছে।

হিল নিউজ এবং হ্যারিস এক্স কনসাল্টিং সার্ভিসেস কর্তৃক এই জরিপটি সংগঠিত হয়েছে।

৮৫ শতাংশের অধিক উত্তরদাতা বলেছেন যে, মুসলমানেরা সবচেয়ে বেশী বৈষম্যের স্বীকার হচ্ছে। এদিকে ৭৯ শতাংশ বলেছেন, ইহুদিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এছাড়াও ৬১ শতাংশ বলেছে খ্রিষ্টানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং ৫৫ শতাংশ বলেছেন, নাস্তিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। iqna

 

 

 

captcha