IQNA

ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী

বার্মিংহামের মসজিদসমূহে হামলার ঘটনাটি উদ্বেগজনক

19:23 - March 21, 2019
সংবাদ: 2608173
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে হাতুড়ি হামলা হয়েছে। মসজিদে হাতুড়ি নিয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মসজিদে জানালা, দরজা ভাঙচুর করেছে অস্ত্রধারী অজ্ঞাত দুর্বৃত্তরা।

বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাভেদ এক বিবৃতিতে বলেছেন: বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে চারটি মসজিদে হামলার বিষয়টি উদ্বেগজনক।
বুধবার গভীর রাতের এসব হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে বার্মিংহামের মুসলিম সম্প্রদায়ের মাঝে। তারা শুক্রবারের জুমআর নামাজের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য দেশটির পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির কাউন্টার টেরোরিজম পুলিশ বলছে, রাতে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুরের এসব ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে বলছে, রাতে উইটনের উইটন ইসলামিক সেন্টারে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে মসজিদের সাতটি জানালা ও দুটি দরজা ভাঙচুর করা হয়।

মসজিদের ইমাম বলছেন, রাত দেড়টা থেকে ২ টার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলছে, রাতে তারা হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন। এ ভয়াবহ ঘটনায় জড়িত ছিলেন চরম জাতীয়তাবাদী সন্ত্রাসবাদী চরমপন্থী খুনি ব্রেন্টন টারান্ট। iqna

 

 

captcha