IQNA

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দুবাইয়ের কুরআনিক পার্ক

22:05 - March 31, 2019
সংবাদ: 2608236
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের আল-খাওয়ানিজ এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কুরআনিক পার্কটির উদ্বোধন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআনিক পার্কটি শুক্রবার (২৯মে মার্চ) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এরপূর্বে পার্কটি প্রাথমিক এবং পরিক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

দুবাইয়ের পৌরসভার পক্ষ থেকে উক্ত পার্কটি উদ্বোধন হয়েছে। দুবাইয়ের পৌরসভার টুইটার পেজে উক্ত শহরের নাগরিকদের জন্য বিনামূল্যে পার্কটি পরিদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এই পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হয়। পার্কটির মাধ্যমে ইসলামের অর্জনগুলো মানুষ ভালোভাবে জানতে পারবে।

এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল টুইটার পোস্টে জানায়, ২৯ মার্চ কুরআনিক পার্ক চালু করা হবে। এদিন সব দর্শনার্থী বিনামূল্যে পার্কটি ঘুরার সুযোগ পাবেন।

কুরআনিক পার্কটির আয়তন ৬০ হেক্টর। এটা কুরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পার্ক ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে।

কুরআনে উল্লেখিত ৫৪টি গাছের সমন্বয়ে ১২টি উদ্যান রয়েছে পার্কটিতে। পাশাপাশি এতে কৃত্রিম হ্রদও তৈরি করা হয়েছে। আগত দর্শনার্থীদের সুবিধার্থে কুরআনের প্রাসঙ্গিক আয়াত ও ঘটনা লিখে দেয়া হয়েছ প্রতিটি নির্মাণের পাশে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে রয়েছে ডিজিটাল থিয়েটার। যেখানে কুরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হবে।  iqna

 

captcha