IQNA

জাতিসংঘ: ২ কোটি ৪০ লাখ ইয়েমেনির জরুরি সাহায্য প্রয়োজন

19:18 - April 14, 2019
সংবাদ: 2608334
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ঘোষণা করেছে: ইয়েমেনের ২ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার টুইটারে তার নিজস্ব পেজে শনিবার এক বিবৃতিতে লিখেছে: ইয়েমেনের তিন কোটি ত্রিশ লাখ জনগণ নিজেদের শহর ও গ্রামে অবরোধরত অবস্থায় রয়েছে।  এরমধ্যে ২৫ শতাংশ শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হয়েছে। শুধুমাত্র ৫১ শতাংশ জনগণ সম্পূর্ণরূপে স্বাস্থ্যসেবা পাচ্ছে এবং বাকীদের নিকট এই সেবা পৌঁছচ্ছে না।

হাইকমিশনার আরও উল্লেখ করেছে,  ইয়েমেনের ২ কোটি ৪০ লাখ মানুষের জরুরি মানবিক সাহায্য প্রয়োজন রয়েছে। কয়েক বছর যুদ্ধের পর এই দেশে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট পরিলক্ষিত হয়েছে। এই অবস্থায় থেকেও সেদেশর ২ লাখ ৪৭ হাজার শরণার্থী বিভিন্ন দেশে রয়েছে।

ইয়েমেন বিশ্বের প্রাচীনতম সভ্যতার প্রতি ইঙ্গিত করে বলেছে: ২০১৫ সাল থেকে ইয়েমেনী সংঘর্ষের ফলে, দেশটির অবকাঠামো এবং অর্থনীতির গুরুতর ক্ষতি হয়েছে। 

মানবাধিকার কমিশনার সর্বশেষে, ইয়েমেনের জনগণদের অবিলম্বে মানবিক সহায়তা প্রদানের ব্যাপারটি যাতে বিশ্ববাসী ভুলে না যায় সে ব্যাপারে গুরুত্বারোপ করেছে। iqna

 

 

 

captcha