IQNA

মসজিদুল হামারে জমজমের পানি বণ্টন

23:17 - May 30, 2019
সংবাদ: 2608638
আন্তর্জাতিক ডেস্ক: ওমরা ও হজ পালনকারী হাজীদের অধিক সেবা প্রদান করার জন্য মসজিদুল হারামে জমজমের দশ হাজার পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নতুন এই দশ হাজার পানির ট্যাংকি স্থাপনের মাধ্যমে বর্তমানে মসজিদুল হারামে জমজমের পানি সরবরাহের জন্য ২৫ হাজার ট্যাংকি রয়েছে।

এছাড়াও মসজিদুল হারামে হাজীদের পানি পান করার জন্য ২১৬টি ট্যাংকি সহকারে মোট ৬৫০টি পানাহারের স্থান রয়েছে।

হারামাইন শরিফাইনের অনেক খাদের রয়েছেন, যারা প্রতিবন্ধীদের জমজমের পানি সংগ্রহ ও পান করার ক্ষেত্রে সহায়তা করেন।

জমজমের কূপ পবিত্র কাবা ঘরের দুই মিটার পূর্বে অবস্থিত। প্রতি বছর ওমরা ও হজ পালনকারী কোটি কোটি হাজী জমজমের পবিত্র পানি সংগ্রহণ ও পান করে থাকেন। এই পবিত্র কূপটি হযরত ইব্রাহিম (আ.)এর সন্তান হযরত ইসমাইল (আ.) সময়ে মহান আল্লাহর নির্দেশে নির্মিত হয়েছে। iqna

captcha