IQNA

তুরস্কের ১৮৮ দায়েশী শিশুকে ফেরত দিল ইরাক

23:15 - May 30, 2019
সংবাদ: 2608640
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি বিচার বিভাগের মুখপাত্র গতকাল ঘোষণা করেছেন, ইরাকে অবস্থিত দায়েশ তথা আইএসের ১৮৮ জন শিশুকে তুরস্কে ফেরত দেওয়া হয়েছে। ইরাক-তুরস্কের মধ্যকার চুক্তি অনুযায়ী এসকল শিশুদের ফেরত পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকি বিচার বিভাগের মুখপাত্র আব্দুল জব্বার বীর ক্বাদার বলেছেন, বাগদাদের বিমানবন্দরে এসকল শিশুদের তুরস্কের নিকটে হস্তান্তর করা হয়েছে। এসকল শিশু বিমানে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত ইরাকি বিচার বিভাগের কর্মকর্তারা বিমান বন্দরে অবস্থান করেছেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, বাগদাদে অবস্থিত তুর্কি দূতাবাস এবং ইউনিসেফ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবর্গ এসময় বিমানবন্দরে উপস্থিত ছিল।

বিগত কয়েক বছরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যদের প্রায় ১১০০ জন সন্তানকে ইরাকের নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে কারাগারে স্থানান্তর করেছে।  iqna

 

captcha