IQNA

টরেন্টো মসজিদে প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ

22:28 - June 01, 2019
সংবাদ: 2608650
আন্তর্জাতিক ডেস্ক: টরেন্টো ইসলামী ইন্সটিটিউট মসজিদের কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে সংস্কৃতি উন্নয়নের উদ্দেশ্যে পরিবেশগত সুরক্ষার জন্য প্লাস্টিকের ডিসপোজেবল পাত্রসমূহ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: টরেন্টোর Scarborough এলাকায় অবস্থিত ইসলামী ইন্সটিটিউট মসজিদের কর্তৃপক্ষ পবিত্র রমজান মাসে সংস্কৃতি উন্নয়নের উদ্দেশ্যে পরিবেশগত সুরক্ষার জন্য প্লাস্টিকের ডিসপোজেবল পাত্রসমূহ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

প্রায় তিন বছর যাবত এই মসজিদে নামাজ আদায়কারী “যয়নাব হামেদ” বলেন: যখন প্রথম বারের মতো মসজিদ কর্তৃপক্ষের এই পদক্ষেপের কথা শুনলা, তখন বুঝলাম যে এখনই এই বিষয়টি প্রচার করার উত্তম সময়।

এই ইন্সটিটিউটটি Waste Free Ramadan নামক প্রচারাভিযান চালু করেছে। এই প্রচারাভিযানের মধ্যমে প্লাস্টিকের ডিসপোজেবল পাত্রসমূহ ব্যবহারের ক্ষেত্রে সকলকে সাবধান করে দেওয়া হচ্ছে।

টরেন্টোর ইসলামী ইন্সটিটিউটের প্রধান ফরিদ আমিন বলেন: এই মসজিদে প্রতি সপ্তাহে নামাজ ও ইফতারের জন্য গড়ে ৫ হাজার জন উপস্থিত হন। যদি এই প্রচারাভিযান চালু করা না হতো তাহলে পবিত্র রমজান মাসে ২৫ হাজার প্লাস্টিকের বোতল ব্যবহার করা হতো।

এছাড়াও এই বছর গ্রেট ব্রিটেনের মসজিদসমূহে পবিত্র রমজান মাসে প্লাস্টিক পাত্রে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০১৭ সালে ইসলামিক অ্যাসোসিয়েশন অফ আমেরিকাও (ISNA) ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশগত সুরক্ষার জন্য মুসলমান, মসজিদ ও ইসলামিক সেন্টারসমূহে প্লাস্টিকের পাত্র ব্যবহার না করার জন্য আহ্বান জানায়।   iqna

captcha