IQNA

গাজা উপকূলে ফিলিস্তিনি শিশুদের কুরআন তিলাওয়াত

22:06 - June 03, 2019
সংবাদ: 2608660
আন্তর্জাতিক ডেস্ক: গাজার দারুল কুরআনের পক্ষ থেকে এবং “মালয়েশিয়ান ফ্রেন্ডস” ইন্সটিটিউটের সহযোগিতায় গাজা উপকূলে ফিলিস্তিনের ১ হাজারের অধিক শিশুর অংশগ্রহণের মাধ্যমে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গাজার দারুল কুরআনের পরিচালক “মাহমুদ খাস” বুধবার এক সংবাদ কনফারেন্সে বলেছেন: আজ মানববন্ধন শিরোনামের যে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা সকলে অংশগ্রহণ করেছি। এখানে অংশগ্রহণের মাধ্যমে আমরা সকলের নিকট এই বার্তা পৌছিয়ে দিতে চাই যে, আমরা (গাজার অধিবাসীরা) আল্লাহর ঐশী গ্রন্থ এবং সুন্নতে রসূলে খোদার প্রতি অনুগত্য।
তিনি বলেন: আমরা আজ বেশ কয়েকবার কুরআন খতম করেছি। আর এর মাধ্যমে গাজার শিশুদের হৃদয় আর শক্তিশালী হয়েছে।
গাজার দারুল কুরআনের পরিচালক গুরুত্বারোপ করে বলেন: ইহুদিবাদী ইসরাইল আমাদের অবরুদ্ধ করে রাখা সত্ত্বেও আমরা আল্লাহর ঐশী গ্রন্থ এবং সুন্নতে রসূলে খোদার প্রতি অনুগত্য। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের ইমানও অনেক শক্তিশালী। আর এরফলে আমাদেরকে বিজয় ও স্বাধীনতার দিকে ধাবিত করবে।   iqna

 

captcha