IQNA

ডেনমার্কে কুরআনের অবমাননা ও ইফতার পার্টিতে হামলা

22:35 - June 03, 2019
সংবাদ: 2608661
আন্তর্জাতিক ডেস্ক: ডেনমার্কের চরম ডানপন্থী দলের সদস্যরা পবিত্র কুরআনে আগুন লাগিয়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা: এছাড়াও এই চরম ডানপন্থী দলের সদস্যরা শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি স্কয়ারে অনুষ্ঠিত ইফতার পার্টিতে হামলা চালিয়ে মুসলমানদের প্রতি তাদের ক্রোধ প্রকাশ করেছে।

এসময় এই দলের সদস্যরা একটি হোটেলের ব্যলকনিতে “ইউরোপ আমাদের জন্য” লিখিত একটি প্ল্যাকার্ড স্থাপন করেছে।

এছাড়াও হামলাকারীরা অপর এক পদক্ষেপের মাধ্যমে পবিত্র কুরআন আগুন লাগিয়েছে এবং মাইকে ইসলাম বিরোধী শ্লোগান দিয়েছে।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ইফতার পার্টি থেকে দুরে সরিয়ে দিয়েছে। iqna

 

captcha