IQNA

তুরস্ক ঈদুল ফিতর

22:23 - June 06, 2019
সংবাদ: 2608680
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে পবিত্র ঈদুল ফিতর ৪র্থ জুনে পালিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেদেশের মুসলমানের বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে এই ধর্মীয় খুশির দিনটি অতিবাহিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ঈদুল ফিতরের শুরুতেই তুরস্কের মুসলমানেরা সেদেশের বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছে।

ঈদের নামাজের পর আত্মীয় স্বজনকে দেখার জন্য একে অপরের বাড়ী যান এবং শিশুদেরকে মিষ্টি ও বিশেষ উপহার প্রদান করেন।

এছাড়াও ঈদের নামাজের সকল মুসল্লিদের জন্য সকালের নাস্তা ও সুপ দেওয়া হয়েছে।

এছাড়াও অনেক নিজেদের পরিবারের মরহুম সদস্যদের জিয়ারতের জন্য কবরস্থানে যান। তুরস্কের অধিকাংশ নাগরিক ঈদের ছুটির দিনগুলোয় নিজেদের গ্রামের বাড়ী যান এবং সেখান তাদের পিতা মাতার সাথে ঈদ উদযাপন করেন। iqna

তুরস্ক ঈদুল ফিতর

 

 

captcha