IQNA

কেবল ইরান নয়, সব পক্ষকে সমঝোতা মেনে চলতে হবে: হাইকো মাসকে ইরান

23:08 - June 12, 2019
সংবাদ: 2608716
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ইরানের সম্ভাব্য বেরিয়ে যাওয়ার বিরুদ্ধে জার্মানি পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা কড়া সমালোচনা করেছে তেহরান। একইসঙ্গে ইরান বলেছে, সমঝোতায় স্বাক্ষরকারী সবপক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ইরানের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে পুর্নবিবেচনার অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরান সফরের পরপরই হেইকো মাস সুইডেন সফরে যাওয়ার সময় তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরমাণু সমঝোতাপত্র থেকে ইরান বের হয়ে গেলে দেশটি একঘরে হয়ে পড়বে এবং এ ধরনের পদক্ষেপ ইরানের স্বার্থের অনুকূলে যাবে না। তিনি আরো বলেন, যদি পরমাণু সমঝোতা থেকে ইরান নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে দেশটি আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়বে। দেশটি সমঝোতার পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ তেহরানের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা পুনবর্হাল করা হবে।

হাইকো মাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি জার্মানির শীর্ষস্থানীয় কূটনীতিককে স্মরণ করিয়ে দেন যে পরমাণু সমঝোতায় কয়েকটি পক্ষ আছে। সব পক্ষকে তাদের সব প্রতিশ্রুতি সমানভাবে বাস্তবায়ন করতে হবে। যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে তাদের বুঝা উচিত যে সমঝোতার ধারা অনুযায়ী তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে এবং তার প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে পুনর্বিচেনা করবে।  iqna

captcha